গুরুদাসপুরে বাল্য বিয়ে ও মাদক বিরোধী মতবিনিময়

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১; সময়: ১২:৪৩ অপরাহ্ণ |
গুরুদাসপুরে বাল্য বিয়ে ও মাদক বিরোধী মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে বাল্য বিয়ে ও মাদক বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খুবজিপুর ইউনিয়েনের শ্রীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড.হুমায়ুন কবির। এছাড়াও বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ,উপজেরা চেয়ারম্যান অনোয়ার হোসেন,পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মতিন,খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন প্রমুখ।

প্রধান অতিথি ড.হুমায়ুন কবির বক্তব্যে বলেন, তোমাদের নিজের ভবিষ্যৎ গড়তে এবং মা-বাবার স্বপনো পুরন করতে ভাল ভাবে লেখাপড়া করতে হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি মা-বাবা তাদের সন্তানদের সাথে বন্ধু সুলভ আচরন করতে হবে। মাদক থেকে দুরে রাখতে সন্তানদের প্রতি নজরদারী বাড়াতে হবে। তারা যেনো মাদকে আসক্ত হয়ে না পরে। আর কন্যা সন্তানকে বোঝা ভেবে তাদের বাল্য বিয়ে না দিয়ে আদর্শ আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলুন। বাংলাদেশকে নেতৃত্ব দিতে আলোকিত মানুষের বড় অভাব। সন্তানদের লেখা-পড়ার পাশাপাশি আদর্শ আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার অনুপ্রেরনা দিতে হবে। দেশ গঠনে তারা যেন ভুমিকা রাখে সে দিকনির্দেশনাও দিতে হবে। আর বাল্য বিয়ে মুক্ত করতে সমাজের সবাইকে সচেতন হতে হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে