পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশী আটক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১; সময়: ১২:৩৬ অপরাহ্ণ |
পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশী আটক

 নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে মনিরুল ইসলাম(২৫) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সে উপজেলার চক বিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বেশ কয়েকজন গরুর রাখাল বাংলাদেশ সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে গরু নেওয়ার জন্য প্রবেশ করে। গরু নিয়ে আসার সময় ভারতীয় ১৫৯ কেদারিপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে।

এ সময় অন্যরা পালিয়ে গেলেও ২৩১ মেইন পিলারের ভারতের অভ্যন্তরে ভূতপাড়া গ্রামে তিনটি গরুসহ বিএসএফ সদস্যরা মনিরুলকে আটক করে। পরে স্থানীয় হবিপুর থানা তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টির নিশ্চিত করে ১৬বিজিবি হাপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার আজিজুল ইসলাম জানান, তারা মনিরুলকে ফেরত চেয়ে কেদারিপাড়া ক্যাম্পে চিঠি দিয়েছিলেন। কিন্তু বিএসএফ সদস্যরা মনিরুল কে হবিপুর থানায় সোপর্দ করেছেন বলে জানিয়েছেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে