চলছে ইউপি নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১; সময়: ১১:৩২ পূর্বাহ্ণ |
চলছে ইউপি নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি

পদ্মাটাইমস ডেস্ক : সিলেটের তিন উপজেলার ১৬ ইউনিয়নে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা নির্বাচন অফিসের নির্দেশনা মোতাবেক সব কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরের মধ্যেই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের সরঞ্জাম পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, ২৮ নভেম্বর সিলেটের দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ হবে। ইউপিগুলো হলো- দক্ষিণ সুরমার সিলাম, জালালপুর, মোগলাবাজার, দাউদপুর, লালাবাজার, গোয়াইনঘাটের রুস্তুমপুর, ফতেহপুর, লেঙ্গুরা, নন্দিরগাঁও, ডৌবাড়ি, তোয়াকুল ও জৈন্তাপুরের জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেহপুর এবং চিকনাগুল ইউনিয়ন পরিষদ। এসব কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনীর চারটি সংস্থার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা নিজেদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলোতে অবস্থান নেবেন। আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন র‌্যাব সদস্যরা।

ভোটগ্রহণের জন্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা নিজেদের কেন্দ্রের প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামসহ শনিবার বিকেলের মধ্যেই কেন্দ্রগুলোতে উপস্থিত থাকবেন।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। রোববার ২৮ নভেম্বর যথাসময়ে ভোটগ্রহণ শুরু হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে