র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১; সময়: ১০:২০ পূর্বাহ্ণ |
র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত

পদ্মাটাইমস ডেস্ক : কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউপির দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কেফায়েত উল্লাহ ও কোরবান আলী।

কক্সবাজারের র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কক্সবাজারের দমদমিয়া পাহাড়ে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দলের অবস্থান জানার পর অভিযান চালায় র‌্যাব। অভিযানের টের পেয়ে র‌্যাবের ওপর লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা।

ঐ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলি থামার একপর্যায়ে ঘটনাস্থলে কেফায়েত ও কোরবান আলীর মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে টেকনাফ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মো. আবু সালাম চৌধুরী বলেন, নিহতরা রোহিঙ্গা ডাকাত ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে