মহাদেবপুর উপজেলার ১০ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যাঁরা

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১; সময়: ৬:২৪ অপরাহ্ণ |
মহাদেবপুর উপজেলার ১০ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।

মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন, সদর ইউনিয়নে সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন যুবলীগের সদস্য সাঈদ হাসান তরফদার শাকিল, হাতুড় ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, খাজুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, চাঁন্দাশ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম নুরুজ্জামান মিলন, রাইগাঁ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান আরিফ, এনায়েতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিঞা, সফাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য, মহাদেবপুর কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ ময়নুল ইসলাম, উত্তরগ্রাম ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সদস্য বজলুর রশিদ, চেরাগপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শিবনাথ মিশ্র শিবু, ভীমপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসান আলী মন্ডল।

গত ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ২৩ ডিসেম্বর ওই সকল ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে