পত্নীতলায় কৃষি বিষয়ক আলোচনা সভা

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১; সময়: ৯:০৪ অপরাহ্ণ |
পত্নীতলায় কৃষি বিষয়ক আলোচনা সভা

মাসুদ রানা, পত্নীতলা : শনিবার সন্ধ্যায় নওগাঁর পত্নীতলায় কাশিপুর তরুন বেতার শ্রোতা সংঘের আয়োজনে বাবুল আক্তারের সভাপতিত্বে কৃষি বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মশিউর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম ও শরিফুর রহমান, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ও শ্রোতা সংঘের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, শ্রোতা সংঘের সহ-সম্পাদক ইউনুস আালী প্রমূখ।

এসময় পাটিচড়া ইউনিয়নের স্থানীয় ৫০ জন কৃষকের উপস্থিতে ধানের বাদামী গাছ ফড়িং ও তার প্রতিকার ও রবি শস্য ও প্রস্তুতি সহ নতুন জাতের বিভিন্ন ফসলের উৎপাদন পদ্ধতি সম্পর্কে ধারনা দেওয়া হয়, আলোচনা সভায় কৃষকদের নানা প্রশ্নের জবাব দেন কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার তিনি কৃষকদের বলেন ফসলের রোগবালাই সহ যেকোন সমস্যায় সহকারী কৃষি অফিসারদের সঙ্গে যোগাযোগ করবেন প্রয়োজনে আমাকেও জানাবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে