নওগাঁয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১; সময়: ৮:১৩ অপরাহ্ণ |
নওগাঁয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নওগাঁ জেলা শাখার উদ্যোগে দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ শনিবার ২৩ অক্টোবর বিকাল ৫ ঘটিকায় নওগাঁ শহরস্থ লর্ড লিটন ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নওগাঁ জেলা শাখার সভাপতি এডভোকেট মহসিন রেজার সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভ সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রদ্যুৎ ফৌজদার, সদর উপজেলার সাধারণ সম্পাদক আলিমুর রেজা রানা, জেলা শাখার সদস্য এডভোকেট মমিনুল ইসলাম স্বপন প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, করোনার আঘাতে মানুষ এখনো বিপর্যস্ত, তার পরও ‘দ্রব্যমূল্যের বৃদ্ধিতে পাগলা ঘোড়া’র ধাক্কার মত, মানুষের জীবন চরম হুমকির মধ্যে পড়েছে। এর মধ্যেই ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে একদিকে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে, অন্যদিকে উৎপাদক কৃষক প্রতারিত হচ্ছে। অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট শুধু বাজার নয়, গণবিরোধী কর্তৃত্ববাদী সরকারকেও নিয়ন্ত্রণ করছে।

গণবিরোধী সরকার লুটেরা, মুনাফাখোর, মজুদদারদের ‘পাহারাদার’ হিসেবে ব্যবসায়ী সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। সাধারণ মানুষের প্রতি ‘বিনা ভোটের সরকারে’র কোনো দায় নেই। চাল, ডাল, তেল, আটা, চিনি, পেঁয়াজ, রসুন, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে তীব্র লড়াই গড়ে তোলার পাশাপাশি কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছে বক্তারা।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে