নওগাঁয় ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সম্মেলন

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১; সময়: ৭:০৫ অপরাহ্ণ |
নওগাঁয় ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সম্মেলন

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি নওগাঁ জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের প্যারীমোহন লাইব্রেরী মিলনায়তনে সম্মেলন শুরু হয়। শেষ হয় দুপুর দুইটায়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বিভাগীয় কমিটির সভাপতি মো. মৌদুদুর রহমান কল্লোল।

সম্মেলনে বক্তব্য রাখেন, ভূমি অফিসার্স কল্যান সমিতি নওগাঁ জেলা শাখার সহ সভাপতি মো: মাহবুব সারোয়ারী কায়নাত সদস্য নজের আলী, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সালেহ উদ্দিন প্রমূখ।

সভাপতির বক্তব্যে মৌদুদুর রহমান বলেন- ভূমি সেবা অন লাইনের আওতায় নেয়ার পর সেবা প্রদান ও সেবা প্রাপ্তি অনেক সহজ হয়েছে। মানুষের ভোগান্তি কমেছে। একইসাথে এই খাত থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে।

নওগাঁয় কয়েকটি ভূমি অফিসে ইতোমধ্যেই প্রায় ৯৫ থেকে ৯৭ ভাগ হিসাব নম্বর ডিজিটাল সার্ভারে অন্তর্ভূক্তির কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরিই শত ভাগে উন্নিত হবে। একইসাথে দেশের বিভিন্ন অঞ্চলে এই কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এজন্য ভূমি সেবা কর্মকর্তাগণ নিরলস ভাবে কাজ করছেন জানান কল্লোল। অনুষ্ঠিত সম্মেলনে নওগাঁ জেলার ১১ টি উপজেলায় কর্মরত ভূমিসেবা কর্মকর্তা ও সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মো: মৌদুদুর রহমান কল্লোলকে পুনরায় সভাপতি ও শাহ নেওয়াজকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি নওগাঁ জেলা শাখার কমিটি গঠন করা হয়। দুপুরে কর্মকর্তাদের সমন্বয়ে প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে