শিবগঞ্জে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১; সময়: ৭:০৫ অপরাহ্ণ |
শিবগঞ্জে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর সহযোগিতায় উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারী ক্রয়নীতিমালা ও ই-জিপি বিষয়ক দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন স্টেকহোল্ডার দপ্তর প্রধান, কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সচিব এবং হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের দুদিনব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে