মহাদেবপুরে বিলুপ্ত প্রজাতির কাছিম অবমুক্ত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১; সময়: ৭:৩৫ অপরাহ্ণ |
মহাদেবপুরে বিলুপ্ত প্রজাতির কাছিম অবমুক্ত

মোঃ আইনুল হোসেন, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বিলুপ্ত প্রজাতির একটি সন্ধি কাছিম অবমুক্ত করা হয়েছে। রবিবার সন্ধ্যায় রঘুনাথবাড়ি কালি মন্দিরের পুকুরে এ কাছিমটি অবমুক্ত করেন উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক প্রভাত কুমার ব্যানার্জী।

এ সময় উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন প্রাণ ও প্রকৃতির সভাপতি কাজী নাজমুল হক, সাংবাদিক মকলেছুর রহমান, মোঃ মামুন প্রমূখ। কাছিমটি সকালে উপজেলার ডিমজাওন গ্রামের কৃষক এনামুল তার ধান ক্ষেত পরিচর্যার সময় সেখানে দেখতে পেয়ে সামাজিক সংগঠন প্রাণ ও প্রকৃতির সভাপতিকে খবর দিলে তিনি তা উদ্ধার করে ওই পুকুরে অবমুক্ত করেন।

অপরদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মহাদেবপুরে ১৫ হাজার মানুষকে গণটিকা দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে ১৫ হাজার মানুষকে করোনাভাইরাসের গণটিকা দেয়া হবে। উপজেলার ১০ ইউনিয়নের প্রতিটিতে এক হাজার পাঁচশ’ করে মোট ১৫ হাজার টিকা ২৮ আগষ্ট মঙ্গলবার সকাল ৯টা থেকে দেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হাকিম জানান, উত্তরগ্রাম ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এবং অন্য ৯টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে গণটিকা কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি জানান, যারা আগে রেজিষ্ট্রেশন করেছেন, কিন্তু টিকা পাননি তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া আইডি কার্ড দেখিয়েও টিকা নেয়া যাবে।

প্রথম দুই ঘন্টায় পঞ্চাশোর্ধ ব্যক্তি, নারী ও প্রতিবন্ধীদের প্রাধান্য দেয়া হবে। এরআগে গত ৭ আগষ্ট উপজেলার ১০ ইউনিয়নে ৬ হাজার টিকার প্রথম ডোজ ও ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ গণটিকা দেয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে