আত্রাইয়ে অনলাইন হেল্পডেক্স ও শিশুপার্কের উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১; সময়: ৭:২০ অপরাহ্ণ |
আত্রাইয়ে অনলাইন হেল্পডেক্স ও শিশুপার্কের উদ্বোধন

নাজমুল হক নাহিদ, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে “আপনি না, আমরাই পৌঁছে যাবো আপনার দোরগোড়ায়” এই লক্ষে আত্রাইয়ে হেল্পডেক্স ও রসুলপুর আশ্রয়ন প্রকল্পে শিশুপার্ক উদ্বোধন এবং মধুগুড়নই আশ্রয়ন প্রকল্পে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে।

সোমবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির আসন গ্রহণ করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ। দিবসের শুরুতে সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে চার’শ বাইশ জন অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে তিন হাজার টাকা করে চেক তুলে দেন।

এরপর ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা প্রাপ্তি দুইশত জনকে প্রধান মন্ত্রীর উপহার তুলে দেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা গনের সাথে বাল্য বিয়ে, মাদক, সন্ত্রাস,করোনা টিকা, বিভিন্ন প্রকার ভাতা, উন্নয়ন, তথ্য অধিকার ও আশ্রয়ন প্রকল্প বিষয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, জানবক্স সরদার, নাজমুল হক নাদিম বক্তব্য রাখেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে