সুজানগরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১; সময়: ৭:১৭ অপরাহ্ণ |
সুজানগরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

এম এ আলিম রিপন, সুজানগর : সুজানগরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসানের সঞ্চালনায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

প্রধান আলোচক ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো.রাশেদুল কবীর। উপজেলা পরিষদ হলরুমে সোমবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর হাসপাতালের আরএমও ডাঃ সেলিম মোরশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল ইসলাম, মানিকহাট ইউপি চেয়ারম্যান এস এম আমিনুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা,অনগ্রসর বেদে ও হিজড়া জনগোষ্ঠির বিশেষ ভাতা,প্রতিবন্ধী বেদে অনগ্রসর ও হিজড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, কামার,কুমার,নাপিত,মুচি, বাশঁ-বেত ও কাঁসা-পিতল পণ্য প্রস্তুতকারীদের সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মসূচী ও সাংবিধানিক অধিকার বাস্তবায়ন নিশ্চিত করণসহ বিভিন্ন বিষয় নিয়ে সেমিনারে আলোচনা করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে