নওগাঁয় পুলিশের উদ্যোগে দাবা প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১; সময়: ৭:১১ অপরাহ্ণ |
নওগাঁয় পুলিশের উদ্যোগে দাবা প্রতিযোগিতা শুরু

জেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ‘মুজিব শতবর্ষ নওগাঁ জেলা দাবা লীগ ২০২১‘ প্রতিযোগিতা শুরু হয়েছে ।

সোমবার সকাল ১০ টায় জেলা পুলিশ লাইন ড্রিল সেটে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ও মুজিব শতবর্ষ নওগাঁ জেলা দাবা লীগ ২০২১ এর আহবায়ক কেএম মামুন খান চিশতীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশন এর নির্বাহী সদস্য শেখ মনিরুল ইসলাম আলমগীর।

বক্তারা বলেন,‘দাবা হচ্ছে বিশ্বব্যাপী অসম্ভব জনপ্রিয় খেলা, এর মাধ্যমে মানুষের বুদ্ধিমত্তার অধিক বিকাশ ঘটে। যার জন্য নতুন প্রজন্মকে দাবার প্রতি আকৃষ্ট করতে হবে।

আয়োজকেরা জানান, জেলা পুলিশের আয়োজনে এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৮ টি দলে ৪৮ জন খেলোয়াড় অংশ নিয়েছেন। রানার গ্রুপ বাংলাদেশ ও সাইফ পাওয়ারটেক বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় চার দিন ব্যাপি এই প্রতিযোগিতা চলবে ।

এসময় সেখানে জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, জেলা দাবা ফেডারেশন ও ক্রিয়া সংস্থার সদস্যগন উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে