বাস-অটো সংঘর্ষে দুই ভাই-বোনসহ নিহত ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১; সময়: ৫:২৮ অপরাহ্ণ |
বাস-অটো সংঘর্ষে দুই ভাই-বোনসহ নিহত ৩

পদ্মাটাইমস ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে বাস ও রোগীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশু দুই ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও পাঁচজন। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার আন্দিউড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছে রসুলপুর গ্রামের কদ্দুছ মিয়ার মেয়ে লুপা আক্তার (৬), তার ভাই মোশাররফ (৩) ও আবদুল জব্বার।

খবর পেয়ে পুলিশ বাসের চালক মৌলভীবাজারের চানপুর গ্রামের হাফিজ উদ্দিন (৪০) ও হেলপার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার লিটন মিয়াকে (৩৫) আটক করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটি সিএনজিচালিত অটোরিকশা উপজেলার জগদীশপুর তেমুহনা থেকে রোগী নিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই লুপা আক্তার ও আবদুল জব্বার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হন ছয়জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যায় লুপার ভাই মোশাররফ।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে