নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির অভিযানে গ্রেপ্তার ২

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১; সময়: ৮:০০ অপরাহ্ণ |
নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির অভিযানে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রোববার মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় “খ” সার্কেলের একটি অপারেশন দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম নাচোল উপজেলায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করার সময় ফেনসিডিল গুলো উদ্ধার করা হয়। অত্যন্ত সুকৌশলে মোটরসাইকেলের সিটের নিচে ফেনসিডিলগুলো লুকিয়ে বহন করা হচ্ছিলো।

গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়াল গাছী এলাকার নুর ইসলামের ছেলে কলম (৩২) ও একই এলাকার রবিউল ইসলামের ছেলে রুবেল আলী (২৯)।

জেলা ডিএনসি কার্যালয়ের অফিসার ইন্সপেক্টর মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে উপ-পরিদর্শক খোন্দকার সুজাত আলী, হাবিবা খাতুন, সরোয়ার, জাহিদ, বাশার, আখতারুজ্জামান, জাহিদুরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।

এ ঘটনায় নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১৬।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে