শিবগঞ্জে দুর্বৃত্তরা টমেটো গাছ কেটে ফেলায় জ্ঞান হারিয়ে ফেলল চাষির স্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১; সময়: ৭:৩০ অপরাহ্ণ |
শিবগঞ্জে দুর্বৃত্তরা টমেটো গাছ কেটে ফেলায় জ্ঞান হারিয়ে ফেলল চাষির স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের বর্গা চাষী আব্দুস সালামের ৭ হাজার টমেটো গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে কে বা কারা এ অমানবিকতা করেছে বলে দাবি চাষীর।

জানা গেছে- আব্দুস সালাম দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা তেলিপাড়া গ্রামের দোস মোহাম্মদ মন্ডলের ছেলে। তিনি ১ লাখ টাকায় ২ বছরের চুক্তিতে ৩ বিঘা জমি বর্গা নিয়ে করেছেন টমেটো চাষ সাথে পেঁপে। কে বা কারা শত্রুতা করে ফল ধরা ১৪টি পেঁপে গাছ ও গ্রায় ৭ হাজার টমেটো গাছ কেটে একেবারে নিঃস্ব করে ফেলেছে।

এখন পর্যন্ত প্রায় ২ লাখ টাকা খরচ হয়ে গেছে বর্গা নেয়া টমেটো চাষীর। ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুস সালামের স্ত্রী থেকে থেকেই জ্ঞান হারিয়ে ফেলছে।

আব্দুস সালাম বলেন, ঋণ নিয়ে অনেক বড় আশা করে টমেটোর চাষ করেছি। এতো বড় ক্ষতি কিভাবে পুরণ করব। দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানান তিনি। শিবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আল-আমিন জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে