রাণীনগরে নদীতে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১; সময়: ৭:০০ অপরাহ্ণ |
রাণীনগরে নদীতে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে মেহেদী হাসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী বন্ধদের সাথে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন। ঘটনার প্রায় ৫ ঘন্টা পর থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রবিবার বিকেল সোয়া ৫টায় লাশ উদ্ধার করেছে। মেহেদি উপজেলার বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পারবিারিক সুত্রের বরাদ দিয়ে রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান,এদিন দুপুরে মেহেদি হাসান তার সাতজন বন্ধুদের সাথে ছোট যমুনা নদীর কাশিমপুর রাজবাড়ি এলাকায় গোসল করতে নামে। এসময় সাথে থাকা বন্ধুরা গোসল শেষে নদী থেকে ওঠে আসলেও মেহেনি আর ওঠে আসতে পারেনি।

পরে থানাপুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সহায়তায় বিকেল প্রায় সোয়া ৫টা নাগাদ নদী থেকে লাশ উদ্ধার করে। মেহেদি নওগাঁ সায়েমউদ্দিন মেমোরিয়াল স্কুলের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলো বলে জানাগেছে।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকলে একটি ইউডি মামলা দায়ের করে লাশ হস্তান্তর করা হবে। আর যদি অভিযোগ পাই তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে