বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি দিয়েছে: অঞ্জন চৌধুরী পিন্টু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১; সময়: ৯:৪০ অপরাহ্ণ |
বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি দিয়েছে: অঞ্জন চৌধুরী পিন্টু

এম এ আলিম রিপন, সুজানগর : বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সুজানগর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সহিত অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ।

এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সুজানগরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সহ সেই সময়কার বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু । সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাব, আ.লীগের তথ্য ও গবেষণা কেন্দ্রীয় উপকমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, জেলা আ.লীগের যুগ্ন সম্পাদক বেলায়েত আলী, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো.রুহুল আমিন, সুজানগর উপজেলা আ.লীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,মতিউর রহমান প্রমুখ।

সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাইদ, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান,মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, আব্দুল হাই, তোফাজ্জল হোসেনতোফা,উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, পৌর আ,লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল,সাধারণ সম্পাদক শেখ তুষার,পৌর ছাত্রলীগের সভাপতি এস,এম সোহাগ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে পৌরসভার জিরো পয়েন্ট মোড়ে স্যামসন এইচ চৌধুরী সড়ক এবং উপজেলা পরিষদ গেটের সামনে সুজানগরে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল সড়কের উদ্বোধন করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। শেষে শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ স্কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশবরেণ্য শিল্পোদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর ৯৫তম জন্মদিন উপলক্ষে সুজানগরের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে