ঐতিহ্যবাহী রক্তদহ বিলের সড়কে তালবীজ রোপন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১; সময়: ৭:২৪ অপরাহ্ণ |
ঐতিহ্যবাহী রক্তদহ বিলের সড়কে তালবীজ রোপন

আহসান হাবীব মির্জা, আদমদীঘি : প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পেতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের ঐতিহ্যবাহী রক্তদহ বিলের মেইন সড়কের দুই পাশ দিয়ে তাল গাছের চারা রোপন শুরু করা হয়েছে।

চারা বড় না হওয়া পর্যন্ত দেখাশুনা করার ব্যবস্থাও করা হয়েছে। সান্দিড়া ব্যাপাড়ি পাড়া হয়তে বদির ঘাট পর্যন্ত ৯শ তালগাছের চারা রোপণের এই কার্যক্রম শুরু করে সান্দিড়া ষ্টার ক্লাবের আয়োজনে।

এ বিষয়ে জানতে চাইলে সান্দিড়া ষ্টার ক্লাবের সভাপতি নূর ইসলাম বলেন, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে তা ছারা বিলের প্রায় দুই কিলোমিটার মাটির সড়ক এই তালগাছ গুলো বড় হলে সড়কের মাঠি গুলোও ধরে রাখতে পারবে।

তালবীজ সংগ্রহ কারী আকরাম হোসেন জোয়ারদার বলেন, আমরা দেড়মাস যাবত তালগুলো সংগ্রহ করছি রোপন করার জন্য গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে শুরু করেছি সড়কের দুই পাশদিয়ে ৯শত তালবীজ রোপন কর্মসূচি।

এসময় উপস্থিত ছিলেন সান্দিড়া ষ্টার ক্লাবের সভাপতি নূর ইসলাম, ডাক্তার নজরুল ইসলাম, আব্দুর রউফ, আকরাম হোসেন জোয়ারদার, শিক্ষক পারভেজ হোসেন, শিক্ষক কোরবান আলী, মোখিউর রহমান মুখিন সহ গ্রামের যুব ছেলেরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে