চাঁপাইনবাবগঞ্জে জুয়া খেলার অপরাধে ৭ জন গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১; সময়: ৫:৫৭ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে জুয়া খেলার অপরাধে ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ৭ জনকে নগদ ৫ হাজার ৭০০ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে অভিযানটি চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গার মোছা. জেসমিন বেগম ও শাহাবুলের ছেলে মেজবাউল (২৫), সেরিনা বেগম ও আব্দুস সামাদের ছেলে আমিনুল ইসলাম (২৮), মোছা. মনোয়ারা বেগম ও মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সাদ্দাম হোসেন (৩০), মোছা. ময়না বেগম ও রমজান আলীর ছেলে এরফান আলী (৩৬)।

রাজিনা বেগম ও আলমের ছেলে সাদেকুল ইসলাম (২৫), গাজলী বেগম ও মৃত লাল মোহাম্মদের ছেলে কিসমত আলী (৩৫) ও ফিগন নেছা ও আবুল কাশেমের ছেলে সোহেল (৩০)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এবং স্কোয়াড কমান্ডার মো. ওমর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোরস্থানের উত্তর পাশে আবুর পুকুর পাড়ের ঝুপড়ী ঘরের মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান টি চালায় র‌্যাব।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এলাকায় জুয়া বন্ধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে