জয়পুরহাটে পপুলার লাইফ ইনস্যুরন্স কোম্পানীর বীমা দাবীর চেক হস্তান্তর

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১; সময়: ৬:৪৭ অপরাহ্ণ |
জয়পুরহাটে পপুলার লাইফ ইনস্যুরন্স কোম্পানীর বীমা দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে পপুলার লাইফ ইনস্যুরন্সে কোম্পানী লিমিটেডের মেয়াদ উত্তীর্ণ বীমা দাবীর প্রায় ১৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে পপুলার লাইফ ইনস্যুরন্সে কোম্পানী লিমিটেডের জয়পুরহাট সার্ভিস সেল কার্যালয়ে পপুলার ডিপিএস প্রকল্পের প্রকল্পের সার্ভিস সেল ইর্নচাজ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখনে পপুলার লাইফ ইনস্যুরন্স কোম্পানী লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ) সৈয়দ মোতাহার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও উর্দ্ধতন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন, জেনারেল ম্যানেজার ( উঃ) আফজাল হোসেন, পপুলার ডিপিএস প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার আমির হোসেন হায়দার (উঃ), একক বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ মনোয়ার হোসেন প্রমূখ।

প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরন্সে কোম্পানী লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরচিালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীতে বীমা করে আজ অবধি কোন বীমা গ্রহীতার বীমাকৃত অর্থ ফেরত পায়নি তার নজির নেই। পপুলারে বীমা করে বীমা গ্রহিতারা লাভবান হয়েছেন।

তিনি বলেন, পপুলার লাইফ বাংলাদেশের মানুষের জনপ্রিয় একটি বীমা প্রতিষ্ঠান। পপুলারে বীমা করে কেউ কখনও ক্ষতি গ্রস্থ হয়নি। বীমা কর্মীরা দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ কডরে যাচ্ছেন। এখন বীমা কর্মীরা তাদের বীমা কাজের মাধ্যমে নিজের ও দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বীমা কোম্পানীর মাধ্যমে দেশের সকল স্থানে বেকারত্ব দূর হচ্ছে। দেশের মানুষের ও সমাজের উন্নয়নে বীমা কোম্পানী গুলো অগ্রনী ভুমিকা পালন করছে বলেও তিনি দাবি করেন।

অনুষ্ঠানে ৩০ জন গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ বীমা দাবীর প্রায় ১৯ লাখ টাকার চেক হন্তান্তর করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে