মহাদেবপুরে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১; সময়: ৩:২১ অপরাহ্ণ |
মহাদেবপুরে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : উৎসবমুখর পরিবেশে নওগাঁর মহাদেবপুরে আদিবাসী উড়াও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ডাকবাংলো মাঠে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কারাম উৎসব অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে নওগাঁ জেলাসহ আশেপাশের কয়েক জেলা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে তাদের নিজেদের ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে দলবদ্ধভাবে নৃত্য পরিবেশন করে। এ উপলক্ষে ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম।

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, মানবাধিকার কর্মী অনিক আসাদ, পিদিম এর প্রকল্প ব্যবস্থাপক ইশরাত জাহান বিজু, জাতীয় আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ।

এর আগে সোমবার রাতে বকাপুর আদিবাসী পল্লীতে ডাল পূজার মাধ্যমে এ কারাম উৎসবের সূচনা হয়। আয়োজকরা জানান, প্রতিবছর ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে নিজের ও পরিবারের মঙ্গল কামনায় উড়াও সম্প্রদায়ের মানুষেরা খেল কদমের ডাল দিয়ে পূজা-অর্চনা করেন।

করমা বা খেল কদমের ডাল দিয়ে পূজা করা হয় বলে এ উৎসব কারাম উৎসব হিসেবে পরিচিত বলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন জানান। ডাকবাংলো মাঠের নাচগান শেষে বিজয়ী সাংস্কৃতিক দলের মঝে উপহার হিসেবে এলইডি টেলিভিশন প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে