কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১; সময়: ৩:১৩ অপরাহ্ণ |
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৪৬ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন এবং ২১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এদিকে নতুন ১৭৮ নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬২ জনে। নতুন ১০ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬৯ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৩১ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৬ জন, দৌলতপুরের একজন, ভেড়ামারার দুইজন এবং মিরপুরের একজন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ১ লাখ ৩ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ৯৭ হাজার ৯৯৩ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৭৫ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৩ জন ও হোম আইসোলেশনে আছেন ২৪২ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে