মান্দায় যুবকের মাঝে সনদপত্র বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১; সময়: ২:৩৯ অপরাহ্ণ |
মান্দায় যুবকের মাঝে সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বিভিন্ন ট্রেডে চার মাস প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বেসরকারি সংস্থার সিসিডিবির কার্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, সাংবাদিক জিল্লুর রহমান, সাংবাদিক পলাশ চন্দ্র সরকার, প্রজেক্ট ম্যানেজার নুসরাত জাহান, টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, ফিল্ড অফিসার রিপন বাড়ৈ ও সুদীপ্ত বিশ্বাস, প্রশিক্ষনার্থী আফরোজা বেগম ও মাইনুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিসিডিবির ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশান প্রকল্পের আওতায় উপজেলার ১১২ জন যুবক ও যুব নারীদের বিভিন্ন ট্রেডে চার মাস প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এর মধ্যে মঙ্গলবার ৫০ জনের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্যদেরও সনদপত্র প্রদান করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে