ধামইরহাটে বিশ্ব শাস্তি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১; সময়: ৪:১০ অপরাহ্ণ |
ধামইরহাটে বিশ্ব শাস্তি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) কর্তৃক বিশ্ব শাস্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ধামইরহাট মানবাধিকার কমিশন শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার নিমতলী মোড় হতে একটি র‌্যালী উপজেলা পরিষদ প্রদক্ষিন করে।

এরপরে শান্তির কপোত অবমুক্ত শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন, ধামইরহাট শাখার সভাপতি প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান, অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউএনও গনপতি রায়, প্রধান আলোচক উপজেলা প্রকৌশলী আলী হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি আবদুল মমিন, ধামইরহাট মানবাধিকার কমিশনের সহ-সভাপতি প্রাক্তন অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সংগঠনের দপ্তর সম্পাদক আবু ইউসুফ মর্তুজা রহমান, অর্থ সম্পাদক আবু সাঈদ, মহিলা বিষয়ক সম্পাদক মানবতাবাদী তমা আকতার, সহ প্রচার সম্পাদক পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে