মান্দায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ মতবিনিময় সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১; সময়: ৭:১৯ অপরাহ্ণ |
মান্দায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় মাদক, বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়ন বিটপুলিশের আয়োজনে পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান প্রধান অতিথি ছিলেন।

সভায় বক্তব্য দেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম, কুসম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরদার, কুসুম্বা ইউনিয়ন বিটপুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আবু হাসান ও জাহিদ হোসেন।

অপরদিকে, নওগাঁর মান্দায় একজন সাজাপ্রাপ্ত, দুইজন পরোয়ানাভূক্তসহ ৮ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, প্রশান্ত কুমার মহন্ত (৩৫), খলিলুর রহমান (৬৫), মো. মিন্টু (২৫), মোয়াজ্জেম হোসেন (৩৩), আলতাফ হোসেন (৩৫), সোহরাব হোসেন (২৮), মোত্তালিব হোসেন (২১) ও মো. শান্ত (১৯)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রশান্ত কুমার মহন্ত দুইবছর তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। গ্রেপ্তারী পরোয়ানা ছিল খলিলুর রহমান ও মিন্টুর বিরুদ্ধে। এছাড়া মোয়াজ্জেম হোসেন আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে