মান্দায় চোরাই চার্জার উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১; সময়: ৪:৩৩ অপরাহ্ণ |
মান্দায় চোরাই চার্জার উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় চুরি যাওয়া একটি অটোচার্জার উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে কুসুম্বা তিন রাস্তার মোড়ে থেকে অটোচার্জার উদ্ধারসহ হাতেনাতে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম উত্তম কুমার (২৬)। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাটইল গ্রামের নিপেন্দ্রনাথ প্রামানিকের ছেলে।

পুলিশ জানায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগডোব নিচপাড়া গ্রামের জাকারিয়া হোসেন অটোচার্জারে কয়েকজন যাত্রী নিয়ে কুসুম্বা মসজিদে বেড়াতে আসেন। দুপুরে মসজিদ সংলগ্ন এলাকায় অটোচার্জার রেখে তাঁরা নামাজ পড়তে যান। নামাজের কোন এক সময় অটোচার্জারটি খোয়া যায়। পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শেষে বিষয়টি থানায় অবহিত করেন তাঁরা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক জাহিদ হোসেন অভিযান চালিয়ে কুসুম্বা তিন মাথার মোড় থেকে অটোচার্জাটি উদ্ধার করে।

ওসি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তম কুমার নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে শনিবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।#

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে