ধামইরহাট সীমান্তে মাদক নিয়ন্ত্রনে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১; সময়: ৭:১৮ অপরাহ্ণ |
ধামইরহাট সীমান্তে মাদক নিয়ন্ত্রনে জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলার সকল পর্যায়ের সেবাগ্রহীতা, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরেরকর্মকর্তা-কর্মচারীগণের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ জেলা প্রশাসক।

১৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ, এ সময় তিনি সীমান্ত এলাকায় মাদক নির্মুলে ও মাদক ব্যবসায়ী এবং সেবীদের নিয়ন্ত্রনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টিতে কঠোর হওয়ার নির্দেশ প্রদান করেন।

মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি আবদুল মমিন, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল, ওসমান আলী, বিজিবি’র কোম্পানী কমান্ডারগণ বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্য ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সুধীজন ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ধামইরহাট উপজেলা সম্পর্কিত তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। এর আগে তিনি ধামইরহাট থানা, পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

  • 70
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে