মান্দায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১; সময়: ৭:০১ অপরাহ্ণ |
মান্দায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বৃহস্পতিবার দিনব্যাপি মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদের প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে।

এ উপলক্ষে ইউএনও আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, অধ্যক্ষ বেদারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শামসুন্নাহার ইয়াসমিন, খামারি ফজলে নুর মো. খালেক প্রমুখ।

এদিন বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক। পরে প্রদর্শনীতে অংশ নেওয়া ২০ ক্যাটাগরিতে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে