বদলগাছীতে জনতার হাতে চোর আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১; সময়: ৬:৪৭ অপরাহ্ণ |
বদলগাছীতে জনতার হাতে চোর আটক

নিজস্ব প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে চুরি করেতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে চোর। ঘটনা ঘটেছে, গত বুধবার ( ১৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বাজারে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাড়ে ৫টার দিকে ঐতিহাসিক পাহাড়পুর বাজারে পাট ও ধান ব্যবসায়ী বাবুর গুদামের ম্যানেজারের অনুপস্থিতিতে সুমন সরদার (২২) নামীয় এক যুবক টাকা রাখার ড্রয়ারের তালা লোহার রড যাতীয় ছিনি দিয়ে চাবি ভেঙ্গে ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাবার সময় স্থানীয় জনতা দেখতে পেয়ে তাকে হাতেনাতে আটক করে গুদাম মালিকের হাতে তুলে দেন।

গুদাম মালিকসহ শত শত জনসাধারণ চোরকে গনধোলাই দিয়ে আটকে রেখে বদলগাছী থানায় খবর দেয় খবর পেয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম পাহাড়পুর ফাঁড়ির এসআই সালাউদ্দীন আল-মামুনকে সেখানে পাঠেয়ে দেন। রাত ৭টায় পাহাড়পুর ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে চোরকে ঐ এসআই এর হাতে তুলেদেন।

বদলগাছী থানা পুলিশের জিঙ্গাসাবাদে আসামীর মুখ থেকে জানাযায়, সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরদুলুকদিয়া গ্রামের লিয়াকত সরদারের ছেলে সুমন সরদার।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার কথা স্বীকার করে বলেন, আসামীকে চুরির মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে