ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের জন্মদিন উদযাপন

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১; সময়: ৫:২০ অপরাহ্ণ |
ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

৫ আগস্ট বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরে যৌথ আয়োজনে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী বিষয়ে আলোকপাত করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাবকে উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মে. কামরুজ্জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা প্রমুখ। বক্তাগণ স্বাধীনতা অর্জন পরবর্তী যুদ্ধ বিদ্ধস্থ্য বাংলাদেশে শেখ কামালের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অপরদিকে, নওগাঁর ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ জন্মদিন পালন করা হয়েছে।

৫ আগস্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ধামইরহাট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক ও প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, আ’লীগ নেতা মাহফুজুর রহমান মুকুল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, উপজেলা ছাত্রলীগ সম্পাদক আহসান হাবীব পান্নু, সহ-সভাপদি কাশ্মির আহমেদ, পৌর ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ।

পরে দলীয় কার্যালয়ের সামনে সকল নেতাকর্মী শেখ কামালের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করেন।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে