বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১; সময়: ১২:৪২ অপরাহ্ণ |
বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ১০৫ জন ও সুস্থ হয়েছেন ১৫৮ জন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া সদরের রূপ কুমার সাহা (৫২), শেরপুরের রেহেনা (৪৫), শাজাহানপুরের অজুফা (৪৫), সারিয়াকান্দির তুলি (৫৫)। বাকি দুজন বগুড়ার বাইরের জেলার বাসিন্দা। উপসর্গ নিয়ে জেলায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

ডা. তুহিন জানান, বগুড়ায় প্রতিদিন আক্রান্তের তুলনায় সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৯৮টি নমুনার মধ্যে ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৫৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫৯ জন, শেরপুরে সাতজন, সোনাতলায় ছয়জন, কাহালুতে তিনজন, গাবতলীতে একজন, শাজাহানপুরে ৯ জন, শিবগঞ্জে সাতজন, সারিয়াকান্দিতে চারজন, আদমদিঘীতে তিনজন, দুপচাঁচিয়ায় তিনজন, নন্দীগ্রামে পাঁচজন এবং ধুনটে একজন রয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৮ জন। জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৩৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩০৯ জন। করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯১ জনে।

বর্তমানে বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্সে ৫০৩ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছে। এর মধ্যে শজিমেকে ২২৮ জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ১৬৯ জন, টিএমএসএস হাসপাতালে ৮৬ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।

  • 62
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে