নিয়ামতপুরে ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১; সময়: ৫:২৬ অপরাহ্ণ |
নিয়ামতপুরে ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে আগামী ৭-১২ আগস্ট পর্যন্ত উপজেলার ৮ টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে (কোভিড-১৯) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩ আগস্ট সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা বেগম, অফিসার ইনর্চাজ হুমায়ূন কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব কুমার ভৌমিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু প্রমুখ।

উল্লেখ্য নিয়ামতপুর উপজেলায় ৮টি ইউনিয়নে ৭-১২ আগস্ট পর্যন্ত মোট ১৪ হাজার ৪শ জনকে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। উপজেলার প্রত্যক ইউনিয়নে ১ হাজার ৮শ জন ব্যক্তি করোনা ভ্যাকসিনের আওতায় আসবে।

  • 161
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে