শিবগঞ্জে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১; সময়: ৭:২৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামে নারী-পুরুষদের মাঝে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সুন্দর রাখতে ও করোনার সংক্রমণ হার কমাতে নানা ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে তিনি এটাও বলেছেন এই করোনাভাইরাস সংক্রমণ কমাতে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যাতে কষ্ট না পায়, সেজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে মাস্ক বিতরণের পাশাপাশি খাদ্য সামগ্রীও বিতরণ করা হচ্ছে।

সুরক্ষা সামগ্রী বিতরণে এগিয়ে এসেছে বেসরকারি সংস্থা। প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থার জোনাল ম্যানেজার সঞ্জীব চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া। অনুষ্ঠানে ৩ হাজার মাস্ক, ৩শ’ হ্যান্ড স্যানিটাইজার ও ৩শ’ সাবান বিতরণ করা হয়।

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে