শিবগঞ্জে আশ্রয়ণ ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১; সময়: ৭:২৬ অপরাহ্ণ |
শিবগঞ্জে আশ্রয়ণ ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ন কবীর।

মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে তর্তিপুর আশ্রয়ণ কেন্দ্রে বসবাসকারী ১০ ভিক্ষুকের পুনবার্সনের লক্ষে চাল, তেল, ডিম, ময়দা এবং ওজন মাপার যন্ত্রসহ বিভিন্ন উপকার তুলে দেন তিনি।

এ সময় তিনি বলেন, বাল্যবিয়ে ও মাদক থেকে সকলকে দুরে থাকতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার কোন বিকল্প নেই। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজুসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে