নাটোরে করোনায় আরও ৫ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১; সময়: ৬:২৯ অপরাহ্ণ |
নাটোরে করোনায় আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে নাটোর সদর হাসপাতালে ৩ জন এবং বড়াইগ্রাম ও গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে মৃত্যু বরণ করে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২২৫জনের। সংক্রমনের হার ২৯.৭৭ শতাংশ। মঙ্গলবার (৩রা আগষ্ট) নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৬৪ জন।

সিভিল সার্জন কার্যালয় সুত্র অনুযায়ী এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৬৯৭৬ জন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৪ হাজার ১শ’ ২৪ জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু বরণ করেছেন ১শ’ ২২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

  • 60
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে