গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ২১ পরিবার

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১; সময়: ৬:২৬ অপরাহ্ণ |
গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ২১ পরিবার

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দু’কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর পেয়ে আনন্দিত ভূমিহীন-গৃহহীন এমন ২১টি পরিবার। আশ্রয়ণের অধিকার- শেখ হাসিনা উপহার’এই স্লোগান বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের মাঝে এসব ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার(৩ আগষ্ট) দুপুরে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে দড়িমানগারা গ্রামে দরিদ্রদের হাতে ঘরের চাবি, জমির দলিল তুলে দেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদ।

উপজেলা প্রশাসন সূত্র বলছে, গুরুদাসপুর উপজেলায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন-গৃহহীন মোট ১৮৫ টি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হচ্ছে। এরমধ্যে মঙ্গলবার ২১টি দরিদ্র পরিবার প্রধানমন্ত্রীর উপহারের এই ঘরে উঠেছেন।

ভূমিহীন-গৃহহীনদের হাতে ঘরের চাবি, জমির দলিলের সাথে ফলদ বৃক্ষ, সেলাই মেশিন এবং খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া শিশুদের খেলার জন্য দোলনা, স্লিপারসহ বিভিন্ন সরঞ্জাদী বসানো হয়েছে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার, মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে