ফরিদপুরে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১; সময়: ১:৩১ অপরাহ্ণ |
ফরিদপুরে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন

পদ্মাটাইমস ডেস্ক : ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ২ জন করোনা শনাক্ত হয়ে ও ২ জন করোনা উপসর্গে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট মারা গেলেন ৩৯৫ জন।

একই সময়ে ৫২৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২০৯ জনের। শনাক্তের হার ৪০ দশমিক ৭৪ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ১৮ হাজার ১৩১ জন।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ফরিদপুর সদরে মারা গেছেন ১, রাজবাড়ী সদরে মারা গেছেন ১ এবং বাকি দুজন মাদারীপুর সদরের বাসিন্দা।

সূত্র জানায়, পিসিআর ল্যাবে শনাক্ত ১৮৪ জনের মধ্যে আলফাডাঙ্গায় ৫, ভাঙ্গায় ১৯, বোয়ালমারীতে ৪, নগরকান্দায় ১১, মধুখালীতে ২ সদরপুরে ৩৪, চরভদ্রাসনে ৩, সালথায় ৩ এবং ফরিদপুর সদরে ১১৪ জন। বাকি ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার (৩ আগস্ট) সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৩৫৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৩৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৭ জন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৩৯৫ জন।

  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে