চুয়াডাঙ্গায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ২৬

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১; সময়: ১২:১২ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : চুয়াডাঙ্গায় আবারও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯১ জনে। এ দিন নতুন করে ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সোমবার নতুন ১৮৬ জনের নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯১৫ জন।

এ দিন ১৯৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২২ হাজার ৬২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

১৯৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১২৯ জন। এ সময় সুস্থ হয়েছেন ৫৫ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৪ হাজার ১৬১ জন।

বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৯০ জন আর বাড়িতে রয়েছেন ১ হাজার ৬৯৫ জন। নতুন যে ২৬ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ৯ জন, আলমডাঙ্গা উপজেলার পাঁচজন, দামুড়হুদার চারজন ও জীবননগরের আটজন রয়েছে।

  • 407
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে