মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১; সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনায় এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (০৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহের দুজন, নেত্রকোনার দুজন, নরসিংদী ও দিনাজপুরের একজন করে রয়েছেন।

তারা হলেন- ময়মনসিংহ সদরের শিলা সরকার (৪০), ঈশ্বরগঞ্জের আব্দুল কাইয়ুম (৬০), নেত্রকোনা সদরের হানিফা (৬৭), বেদেনা আক্তার (৬৫), দিনাজপুরের ফুলবাড়ির শামসুন্নাহার (৬৮) ও নরসিংদীর আব্দুল মোতালেব (৬১)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের আটজন, টাঙ্গাইলের দুজন ও নেত্রকোনার একজন।
তারা হলেন- ময়মনসিংহ সদরের হোসনে আরা (৬৫), শামসুদ্দিন (৭৫), মুরশিদা (৪০), মোসলেম উদ্দিন (৬০), ভালুকার রওশন আরা (৩৭), তারাকান্দার জেবুন্নাহার (৫০), নান্দাইলের সুলতান উদ্দিন (৬২), ধোবাউড়ার সাহেরা বানু (৭০), নেত্রকোনা সদরের আদম আলি (৭০), টাঙ্গাইল সদরের জ্যোৎস্না (৭০), ঘাটাইলের জোবেদ আলি (৭৫)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫৫১ জন রোগী ভর্তি আছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করে ৪৪৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯২ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে