সোনামসজিদ বন্দরে ১০৪০ নিলেন করোনা টিকা

প্রকাশিত: আগস্ট ২, ২০২১; সময়: ৭:৪৮ অপরাহ্ণ |
সোনামসজিদ বন্দরে ১০৪০ নিলেন করোনা টিকা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ১ হাজার ৪০ জনের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা দেয়া হয়েছে।

সোমবার সকালে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পরিচালনায় বন্দরে টিকা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সুন্দর রাখতে ও করোনার সংক্রমণ হার কমাতে নানা ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে করোনার সংক্রমণ কমাতে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। এছাড়া মহামারিকে মোকাবিলা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে প্রবৃদ্ধিসহ অর্থনৈতিক সকল সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি এতে সভাপতিত্ব করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান ও পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলামসহ বন্দর সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে