নাচোলে বিভাগীয় কমিশনার আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন সরকারি কাজ পরিদর্শন করেন

প্রকাশিত: আগস্ট ২, ২০২১; সময়: ৫:০৬ অপরাহ্ণ |
নাচোলে বিভাগীয় কমিশনার আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন সরকারি কাজ পরিদর্শন করেন

নিজস্ব প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ হুমায়ুন কবির আশ্রায়ন প্রকল্পসহ বিভিন্ন সরকারি প্রকল্প পরিদর্শন করেছেন। সোমবার এসকল প্রকল্প পরিদর্শন করেন তিনি।

উপজেলা নির্বাহি অফিসার সাবিহা সুলতানা জানান, সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ হুমায়ুন কবির বেলা ১১ টার দিকে নিজামপুর ইউনিয়ন পরিষদ ইউডিসি পরিদর্শন করেন। দুপুর সাড়ে ১২ টার দিকে নাচোল ইউনিয়নের বেনিপুরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাড়ি পরিদর্শন, দেড়টার দিকে কসবা ইউনিয়নের কলিহার ও বরদ্ধাইচন্ডীপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

পরে বিকেল পৌনে ৪ টার দিকে নাচোল উপজেলা পরিষদ পুকুরের সিড়িঘাটের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মুঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ ওঁরাও, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহি অফিসার সাবিহা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল নাঈম মুন্নি,নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, সমাজ সেবা অফিসার আর গালিব,আমার বাড়ি আমার খামার প্রকল্পের কো-অর্ডিনেটর হাবিবুর রহমানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে