ফরিদপুরে একদিনে প্রাণ গেল ৬ জনের, শনাক্ত ২৩৩

প্রকাশিত: আগস্ট ২, ২০২১; সময়: ২:১৩ অপরাহ্ণ |
ফরিদপুরে একদিনে প্রাণ গেল ৬ জনের, শনাক্ত ২৩৩

পদ্মাটাইমস ডেস্ক : ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা গেছেন। তারা ৩ জন করোনা শনাক্ত হয়ে ও ৩ জন করোনা উপসর্গে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ৩৯৩ জন।

এই সময়ে ৫২৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৩৩ জনের। শনাক্তের হার ৪৪ দশমিক ৪৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ১৭ হাজার ৯৪৭ জন।

সোমবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, মারা যাওয়া ৬ জনের মধ্যে ফরিদপুরের মারা গেছেন ৫ জন এবং রাজবাড়ীর ১ জন। পিসিআর ল্যাবে শনাক্ত ২০৫ জনের মধ্যে আলফাডাঙ্গায় ৫, ভাঙ্গায় ৫, বোয়ালমারীতে ৮, নগরকান্দায় ৭, মধুখালীতে ২২, সদরপুরে ৫, চরভদ্রাসনে ১৮, সালথায় ২ এবং ফরিদপুর সদরে ১৩৩ জন। বাকি ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার (২ আগস্ট) সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৩২৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৮ জন এবং সুস্থ হয়েছেন ২৯ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৩৯৩ জন।

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে