চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেড়ে একদিনেই দ্বিগুণ

প্রকাশিত: আগস্ট ১, ২০২১; সময়: ৭:৩৮ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেড়ে একদিনেই দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে গত ২ দিন থেকে করোনা সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৭৩ শতাংশ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়ালো।

একদিন আগে জেলাটিতে শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৬০ শতাংশ। এ ছাড়া সময়ে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪০ জনে। রোববার (১ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

ডা. জাহিদ জানান, গত ২৪ ঘণ্টায় ডেডিকেটেড করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ৪ জন।ওই ইউনিটে বর্তমানে ভর্তি রয়েছেন ৬২ জন।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এ পর্যন্ত ৩০ হাজার ৬৭৩ জনের নমুনা সংগ্রহ করে ৫ হাজার ১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৬১ জন। ডেডিকেটেড করোনা ইউনিটে মোট ভর্তি হয়েছেন ৮২৭ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬৫ জন।

  • 271
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে