রোহিঙ্গা নারীদের হামলায় এপিবিএন সদস্য আহত

প্রকাশিত: আগস্ট ১, ২০২১; সময়: ৬:১৩ অপরাহ্ণ |
রোহিঙ্গা নারীদের হামলায় এপিবিএন সদস্য আহত

পদ্মাটাইমস ডেস্ক : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা নারীদের হামলায় ১২ এপিবিএন সদস্য আহত হয়েছে। রবিবার দুপুরে, উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

এপিবিএন এর ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, রেশন কার্ড নেয়া নিয়ে নতুন ও পুরাতন রোহিঙ্গা নারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ সময় উশৃঙ্খল রোহিঙ্গা নারীদের শান্ত করতে গেলে তারা সংঘবদ্ধ হয়ে এপিবিএনএর উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা এপিবিএনএর অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকা গুলি চালানো হয়। গত মাসে ইস্যু হওয়ায় নতুন ও পুরাতন রোহিঙ্গাদের রেশন কার্ডে ভিন্নতা থাকায় ক্যাম্পে উত্তেজনা শুরু হয়।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে