শাহজাদপুরে দূর্বৃত্তরা গুড়িয়ে দিল অসহায়ের বসত ঘর 

প্রকাশিত: আগস্ট ১, ২০২১; সময়: ৫:২৯ অপরাহ্ণ |
শাহজাদপুরে দূর্বৃত্তরা গুড়িয়ে দিল অসহায়ের বসত ঘর 
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে অসহায় এক পোশাক শ্রমিকের বসত ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  শনিবার দুপুরে একদল সন্ত্রাসী হঠাৎ হামলা চালিয়ে চরকাদাই গ্রামের একটি টিনের ঘর ভেঙে দেয়। প্রকাশ্য দিবালোকে এ হামলার ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝর বইছে। ভিডিওতে দেখা যায় একদল স্বশস্ত্র নারী-পুরুষ হাতুড়ি, কুড়াল, হাসুয়া, লাঠিসোটা নিয়ে আক্রমণ চালায় সুমন বেপারীর বসত ঘরে। মুহূর্তের মধ্যে ঘরটি ভেঙে গুড়িয়ে দিয়ে লুটপাট করে চলে যাচ্ছে তারা। তখন প্রাণ ভয়ে পালিয়ে বাঁচে বাড়ির লোকজন।
সরেজমিনে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করলে হামলার শিকার পরিবার এবং এলাকার মুরুব্বি হাজী আমির হোসেন জানান, সুমন বেপারী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে।  তার স্ত্রী প্রতিবন্ধী সন্তান নিয়ে এই বাড়িতে বসবাস করে। সুমনের ওয়ারিশ সূত্রে পাওয়া ৫ শতাংশ বাড়িতে একটি টিনের ঘর তুলে দীর্ঘকাল তারা বসবাস করে আসছে। হঠাৎ এই গ্রামের মৃত মখবেলের পুত্র হানিফ ওরফে হানি বাড়ির মালিকানা দাবী করে।  আর এই দাবীতেই সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট চালায়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর থানার এএসআই নাজমুল হোসাইন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আমরাও হতাশ হয়েছি। অভিযোগ পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে নিরীহ মানুষের একমাত্র বসত ঘর এভাবে সন্ত্রাসী তান্ডব চালিয়ে ভাঙচুর চালানোয় ক্ষুব্ধ এলাকাবাসী। এই সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী দুর্বৃত্তদের শাস্তির দাবী করেছেন প্রশাসনের কাছে।
  • 63
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে