বীর মুক্তিযোদ্ধা শেখর দত্তের জীবনাবসান

প্রকাশিত: আগস্ট ১, ২০২১; সময়: ৫:২৬ অপরাহ্ণ |
বীর মুক্তিযোদ্ধা শেখর দত্তের জীবনাবসান

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাত্তোর রাজশাহী জেলা ছাত্রলীগের নাটোর মুহাকুমা অঞ্চলের যুগ্ম সাধারন সম্পাদক ও স্বাধীনতা পরবর্তী নাটোর এন এস কলেজ ছাত্র সংসদের প্রমোদ সম্পাদক শেখর কুমার দত্ত পরলোকগমন করেছেন।

রোববার দুপুর ১টার দিকে নাটোর সদর হাসপাতালে শেষ নিঃম্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ও জটিল রোগে ভুগছিলেন। প্রয়াত শেখর কুমার দত্ত জীবিকার প্রয়োজনে ঢাকায় অবস্থান করছিলেন।

সেখানে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। গত দুসপ্তাহ আগে তিনি তার নাটোর শহরের আলাইপুরে নিজ বাড়িতে এসে চিকিৎসারত ছিলেন। আজ রোববার বেলা ১১ টার দিকে তার াবস্থার অবনতি হলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর ১ টার দিকে তিনি মারা যান। বিকেলে নীচাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রিয় মর্যাদা শেষে কাশীমপুর মহশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ কন্যা সহ বহু সজন রেখে যান।

এদিকে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রলীগ নেতা শেখর কুমার দত্তের মৃত্যুতে শোক জ্ঞাপনসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সাবেক এমপি ও জাতীয় পার্টির নেতা মুজিবুর রহমান সেন্টু, সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতা চিত্ত রঞ্জন সাহাসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • 128
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে