শিবগঞ্জের জিয়ারুল হত্যার নেপথ্যে ইয়াবা

প্রকাশিত: আগস্ট ১, ২০২১; সময়: ৪:৩৯ অপরাহ্ণ |
শিবগঞ্জের জিয়ারুল হত্যার নেপথ্যে ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইয়াবা নিয়ে দ্বন্দে জিয়ারুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তিকে বোমা মেরে হত্যার অভিযোগ উঠেছে। বোমার আঘাতে আহত হয়েছে জিয়ারুলের ছোট ভাই টুকু (৫০)।

শনিবার রাতে উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের গাইপাড়া-জঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুলর্ভপুর ইউপি চেয়্যারম্যান আবদুর রাজিব রাজু জানান, প্রায় আড়াই মাস আগে পাশ্ববর্তী পাঁকা ইউনিয়নের তরিকুল ও বাবু গ্রুপের ইয়াবার চালান আটক করে বিজিবি। এ ঘটনায় তারা মফিজুলের ছেলেকে দায়ী করে কয়েকদিন আগে দুই গ্রুপে সংঘর্ষ হয়।

সংঘর্ষে মফিজুলকে বোমা মেরে একটি চোখ নষ্ট করে দেয়। এরই জের ধরে শনিবার রাতে আবারও দুই গ্রুপ বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জিয়ারুল ও টুকু বোমার আঘাতে গুরুত্বর আহত হয়। পরে তাদের চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে পদ্মা নদীতেই জিয়ারুল মারা যান এবং টুকুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, মাদক নিয়ে দুই গ্রুপের দ্বন্দেই বোমাবাজির ঘটনা ঘটেছে। এতে জিয়ারুল নিহত হয় এবং আহত হয় তার ভাই। তিনি আরও জানান, দুই গ্রুপের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বোমাবাজিদের আইনের আওতায় আনা হবে।

  • 195
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে