কচুয়ায় লকডাউনে কলা বিক্রেতারা বিপাকে

প্রকাশিত: আগস্ট ১, ২০২১; সময়: ১:৩২ অপরাহ্ণ |
কচুয়ায় লকডাউনে কলা বিক্রেতারা বিপাকে

নিজস্ব প্রতিবেদক : সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে বিধি নিষেধে চাঁদপুরের কচুয়ায় কলা বিক্রেতারা বিপাকে পড়েছেন।

কয়েক দিনের টানা লকডাউনের কারণে বাজারে ক্রেতা না আসায় কলা আড়ত মালিকরা পাইকার ও খুচরা ব্যবসায়ীদের নিকট কলা বিক্রি করতে পারছে না। যার করেন পাইকার ও খুচরা কলা ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

পালাখাল বাজারের কলা ব্যবসায়ী শরীফ হোসেন জানান, আড়ত মালিকদের কাছ থেকে কলা ক্রয় করে আনলেও লকডাউনে বাজারে ক্রেতা শূন্য। যার কারনে অনেক কলা নষ্ট হচ্ছে। পুজি হারিয়ে এখন পথে বসার উপক্রম হয়ে পড়েছে।

কচুয়া বাজারের কলা আড়তদাররা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে কলা বাগান চুক্তিতে ক্রয় করি। কিন্তু সেই কলা গুলো শ্রমিক দ্বারা ট্রাক বোঝাই করে কচুয়াতে আনা হয়। কিন্তু করোনার কারনে সকল পরিবহন বন্ধ রয়েছে। যার কারনে কলা আনা সম্ভব হচ্ছে না। যে কলা আড়তে রয়েছে তা বিক্রি করতে হিমসিম খেতে হচ্ছে।

বাজারে ক্রেতা-বিক্রেতা আসছে না, পাশাপাশি পাইকার ও খুচরা ব্যবসায়ীরাও আসছে না। এতে করে আড়তে যে পরিমান কলা মজুদ রয়েছে তা বিনষ্ট হচ্ছে।

করোনার কারণে আমরা কলা ব্যবসায়ীরা অনেক কষ্টে আছি। কাঁচামাল নষ্ট হয়ে বিশাল অংকের টাকা লোকসানে রয়েছি। পরিবহন চালু ও লকডাউন শিথিল করার দাবি জানাচ্ছি সরকারের কাছে দাবি জানান তারা।

  • 359
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে