খুলনায় দেড় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১, ২০২১; সময়: ১১:৫০ পূর্বাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। গত দেড় মাসের মধ্যে এটাই জেলায় সর্বনিম্ন মৃত্যু।

রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজনের মৃত্যু হয়।

এর আগে গত ১৪ জুন খুলনার হাসপাতালে সর্বনিম্ন চারজনের মৃত্যু হয়েছিল।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৩ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৭ জন। যার মধ্যে রেড জোনে ৫০, ইয়ালো জোনে ৫৩, আইসিইউতে ২০ এবং এইচডিইউতে ১৪ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে